আদমদীঘিতে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ পৃথক পৃথক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু।
আরো উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, ওসি রেজাউল করিমসহ নেতৃবর্গ।
এছাড়া গন ভবন ও ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে প্রচারিত অনুষ্ঠান অনলাইনে প্রদর্শন করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.