বকশীগঞ্জে স্থলবন্দরে ভারতীয় ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত

ফাইল ছবি
বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ধানুয়া কামালপুর স্থলবন্দরে ভারতীয় ট্রাক চাপায় নুরজাহান বেগম (৫০) নামে এক নারী পাথর ভাঙা শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার বিকাল ৪ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত নুরজাহান বেগম বগারচর ইউনিয়নের ভাটি পাড়া গ্রামের চান মোহাম্মদের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নুরজাহান বেগম প্রতিদিনের মত বন্দরে ক্রাশার মেশিনের মাধ্যমে কাজ পাথর ভাঙার কাজ করছিলেন। কাজের ফাঁকে রাস্তায় দাড়ানো ভারতীয় ট্রাকের পাশে বিশ্রাম নিচ্ছিলেন নুরজাহান বেগম। এসময় ট্রাকের চালক ট্রাক দুপুরের খাবার শেষে ট্রাক নিয়ে রওনা হয় এবং ট্রাক চাপায় ঘটনাস্থলেই মারা যায় নুরজাহান। স্থানীয়রা ব্যবসায়ী ও শ্রমিকরা ট্রাকসহ চালককে আটক করলেও কৌশলে পালিয়ে যায়।
বকশীগঞ্জ থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বিটিসি নিউজকে জানান, চালক পালিয়ে গেলেও ট্রাকটি জব্দ করে থানায় আনা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি জিএম ফাতিউল হাফিজ বাবু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.