আদমদীঘিতে করোনা সংক্রমনে মাস্ক বিতরন ও সচেতনতা সৃষ্টির লক্ষে ক্যাম্পেইন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: কোভিট-১৯ সংক্রমনের সম্ভাব্য (দ্বিতীয় চেউ) মোকাবেলায় সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের লক্ষ্যে সচেতনতামূলক ক্যাম্পেইন ও মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা প্রশাসন আয়োজিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্ব ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
আর বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, প্রানি সম্পদ কর্মকর্তা মাহবুবুল রহমান, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহবুবুল আলম, ওসি জালাল উদ্দীন, আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান প্রমূখ। শেষে জনসাধরণের মাঝে মাস্ক ও সাবান বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.