আদমদীঘিতে যৌন হয়রানী প্রতিরোধমূলক কর্মশালা অনুষ্ঠিত


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে যৌন হয়রানী প্রতিরোধে গনসচেতনতা সৃষ্টির লক্ষে দিন ব্যাপি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে এই কর্মশালা উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু।
উপজেলা নির্বাহি অফিসার সীমা শারমিনের সভাপতিত্বে কর্মশালায় যৌন হয়রানী সম্পর্কে বিভিন্ন বিষয়াদি নিয়ে আলোচনায় অংশ গ্রহন করেন কনসালটেন্ট প্রশিক্ষক রাজিয়া রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারি, প্রানি সম্পদ অফিসার মাহবুবুল আলম, ওসি জালাল উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদ প্রমূখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.