আদমদীঘিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: আজ সোমবার ৭ মার্চ বগুড়ার আদমদীঘি উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসনসহ আওয়ামীলীগের বিভিন্ন সংগঠননের উদ্যোগে ঐতিহাসিক ৭মার্চ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ও ম্যুরালে পুস্পস্তবক অর্পন, ৭ মার্চের ভাষন প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহি অফিসার শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু। আরো বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) মাহবুবা হক, জেলা পরিষদের মহিলা সদস্য মনজু আরা বেগম, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা বেগম, উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, ওসি জালাল উদ্দীন, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল হক মন্টু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান প্রমূখ।
এছাড়া বাদজোহর মসজিদে দোয়া মাহফিল ও দিন ব্যাপী বঙ্গবন্ধুর ৭মার্চের ভাষন সম্প্রচার করা হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.