ঘূর্ণিঝড় ‘রেমাল’: আগামীকাল খুবির টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম স্থগিত

খুলনা ব্যুরে: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর প্রভাবজনিত কারণে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় খুলনা ও এর পার্শ্ববর্তী এলাকাসমূহ ১০ নম্বর মহাবিপদসংকেতের আওতায় রয়েছে।
এরই প্রেক্ষিতে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনবৃন্দের সর্বসম্মত সিদ্ধান্তের আলোকে আগামীকাল ২৭ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের চলতি টার্ম ফাইনাল পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক স্থগিত করা হয়েছে।
তবে বিশ্ববিদ্যালয়ের সকল অফিসসমূহ যথারীতি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খোলা থাকবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কর্মরত সকল সরকারি কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় ক্যাম্পাসে অবস্থানকারী সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিরাপদে অবস্থান করার জন্য অনুরোধ জানানো হয়েছে। দুর্যোগকালীন সহযোগিতা ও বিশেষ প্রয়োজনে সিকিউরিটি হটলাইন (০১৭৯৯-২১৩৯৩৯) নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.