আটোয়ারীতে করোনা বিস্তার রোধ সহ লকডাউন কার্যকর করতে আনসার ও ভিডিপি মাঠে


আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে কোভিড-১৯ সংক্রমন বিস্তার রোধে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধিরা জনসচেতনতামুলক কর্মসুচি পালন সহ লকডাউন কার্যকর করতে বিশেষ ভুমিকা অব্যাহত রেখেছেন।
আটোয়ারী উপজেলায় করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবার সচেতনতা সৃষ্টি সহ লকডাউন কার্যকর করতে যোগ দিয়েছেন উপজেলা আনসার ও ভিডিপি।
একটি নির্ভরযোগ্য সুত্রে জানাগেছে, আনসার ও ভিডিপি’র জেলা কমাড্যান্ট মোঃ শফিউল আলমের নির্দেশে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া’র দিক নির্দেশনা মোতাবেক উপজেলার ৬ ইউনিয়নে করোনা ভাইরাস সতর্কতায় মাস্ক বিতরণ সহ লকডাউন কার্যকর করতে দায়িত্ব পালন করছেন উপজেলা আনসার ভিডিপির সদস্যরা।
উপজেলার ৬ ইউনিয়নের ইউনিয়ন দলনেতা ও আনসার কমান্ডার সহ ভিডিপি সদস্যগণ লকডাউন ডিউটিতে তদারকী করছেন উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ আকতার হোসেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি মোঃ লিহাজ উদ্দীন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.