আঞ্জুমান আরা কুদ্দুসিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে নগর উন্নয়ন আন্দোলনের নেতা এম মনসুর আলম নৈতিকতার অবক্ষয় রোধে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

চট্টগ্রাম ব্যুরো: আঞ্জুমান আরা কুদ্দুসিয়া বালক-বালিকা হিফজুল কোরআন নূরানী মাদ্রাসায় ২৮ জানুয়ারি সকালে নগরের চান্দগাঁও থানাধীন মাদ্রাসা মিলনায়তনে মোঃ ইমাম হোসেনের উপস্থাপনা ও সঞ্চালনায় মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা হাফেজ মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ ইমাম মিশনের সভাপতি মুহাম্মদ মোহেছেন আল-হোসাইনী। প্রধান মেহমান ছিলেন চট্টগ্রাম নাগরিক ফোরামের যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা এম মনসুর আলম।
বিশেষ বক্তা ছিলেন খতিব ইঞ্জিনিয়ার মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন ইয়াছিন হাজী বাড়ী মিলাদ উদযাপন কমিটির সাবেক সভাপতি মোঃ নুরুন্নবী, মহল্লা উন্নয়ন কমিটির নেতা আলহাজ্ব মুজিবুর রহমান।
আরও বক্তব্য রাখেন যুবনেতা মোহাম্মদ আমিনুল হক হিরো, মো: কায়সার, ইশতিয়াক নিঝুম, মোঃ জালাল উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, মানব সমাজের নৈতিকতার উন্নয়ন ও পরিকল্পিত উন্নত সমাজ গড়ার লক্ষ্যে ধর্মীয় তথা ইসলামী শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেন। সমাজ ও পরিবারের শান্তি এবং সুশাসন নিশ্চিত করতে ইসলামী ও নৈতিক শিক্ষার প্রয়োজন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স..জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.