আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে মাটি বোঝাই ট্রাকের ধাক্কা

ঢাকা প্রতিনিধি: রাজধানীর আগারগাঁওয়ে মেট্রোরেলের পিলারে ধাক্কা লেগে একটি মাটি বোঝাই ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে। এতে মেট্রোরেলের পিলার কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল শুক্রবার (২৫ মে) দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি বিটিসি নিউজকে নিশ্চিত করেছেন কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন।
এসআই মনির হোসেন বলেন, গতকাল শুক্রবার দিনগত রাতে আগারগাঁওয়ে বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের একটি পিলারে ধাক্কা দেয়। এতে সামান্য ক্ষতিগ্রস্ত হয় মেট্রোরেলের পিলার। ঘটনার পরপরই ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় বাসচালক ও হেল্পার আহত হয়েছেন। তারা বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।
গত ৯ এপ্রিল দুপুরে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহণের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪নং পিলারে সজোরে ধাক্কা দেয়। এ দুর্ঘটনায় বাসের ১০ জন যাত্রী আহত হন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.