আখাউড়ায় ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কাপ্তান ভূঁইয়া গ্রেফতার

বিশেষ প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পূর্বাঞ্চল সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদক কারবারি কাপ্তান ভূঁইয়া ইয়াবার চালানসহ গ্রেফতার হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার সীমান্তঘেষা ছোট কুড়িপাইকা গ্রামের নিজ বাসভবন থেকে আখাউড়া থানার একদল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কাপ্তান ভূঁইয়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের ছোটকুড়িপাইকা গ্রামের আব্দুল আজিজ ভূঁইয়ার ছেলে।
আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, শীর্ষ মাদক চোরাকারবারি কাপ্তান ভূঁইয়াকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। কাপ্তান পুলিশের তালিকাভুক্ত ও উপজেলার চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি। সম্প্রতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বাড়িতে অভিযান চালিয়ে নগদ ৪ লাখ টাকাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। এ সময় সে পালিয়ে যায়।
ওসি জানান, একাধিক মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি কাপ্তান। নিজ বাসভবনে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। গ্রেফতারের পর শুক্রবার সকালে তাকে ব্রাহ্মণবাড়িয়া কারাগারে পাঠানো হয়।
আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম ভূঁইয়ার ভাতিজা কাজল ভূঁইয়া ও কাপ্তান ভূঁইয়া পূর্বাঞ্চল সীমান্তের চিহ্নিত শীর্ষ মাদক চোরাকারবারি। মাঝে মধ্যে কাপ্তান ভূঁইয়া গ্রেফতার হলেও রহস্যজনক কারণে ধরা ছোঁয়ার বাইরে থাকছে কাজল ভূঁইয়া। সীমান্তের প্রভাবশালী মাদকের ডন কাজলের বিরুদ্ধে ভয়ে কেউ মুখ খোলা দূরের কথা টু শব্দ টুকু উচ্চারণ করতে সাহস পায়না বলে এলাকায় অভিযোগ রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মোঃ লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.