আউট সোর্সিংয়ের আড়ালে মাদক ব্যবসা আদমদীঘিতে ইয়াবাসহ যুবক গ্রেফতার


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন স্থানে আউট সোর্সিংয়ের নামে মাদক ব্যবসা জমজমাট ভাবে চলছে। একশ্রেনির অর্থলোভি যুবক এ পেশার পাশাপাশি নানা ধরণের অপকর্ম দেদারছে চালাচ্ছে।
আজ বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় কুসুম্বী বাজার থেকে ২১৫ পিস ইয়াবাসহ মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মেহেদী হাসান কুসুম্বী গ্রামের বাবুর ছেলে। সে ওই বাজারের একটি ঘরে আউট সোর্সিংয়ের কাজ করতো। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
জানায়ায়, আদমদীঘি উপজেলা সদর, সান্তাহার, কুসুম্বী বাজার, পূর্বঢাকা রোড, মুরইল বাজার, কুন্দগ্রাম, ছাতিয়ানগ্রাম, চাঁপাপুর বাজার. সাওইল বাজার, নসরতপুরসহ বিভিন্ন গ্রামে একশ্রেনির যুবক ও যুবতীরা আউট সোর্সিয়ের কাজ করছে। স্থানীয়দের অভিযোগ আউট সোর্সিংয়ের নামে কতিপয় যুবক যুবতী মাদক সেবন ও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছে।
আজ বুধবার (০৪ নভেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিক্তিতে আদমদীঘি থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ও উপ-সহকারি পরিদর্শক নজরুল ইসলাম ফোর্সসহ কুসুম্বী বাজারের কেশরতা গ্রামের রাস্তার মোড়ে বিক্রি কালে ২১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মেহেদী হাসান নামের ওই আউট সোর্সিংয়ের সদস্যকে গ্রেপ্তার করে।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন গ্রেপ্ততার বিষয়টি বিটিসি নিউজ এর প্রতিবেদককে নিশ্চিত করে জানান, এর পিছনে যারা জড়িত সকলকে গ্রেপ্তার তৎপরতা চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি মো: হাফিজার রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.