অস্থায়ী দোকানীদের পাশে রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের শিক্ষার্থী ও রাজশাহী মহানগর ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাসকিন পারভেজ শাতিল এর উদ্যােগে বিশ্ববিদ্যালয়ের মধ্যে থাকা অস্থায়ী দোকানীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  দোকানীদের বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়।
প্রায় ৪০ জন দোকানী ও কর্মচারীদের মাঝে এ সামগ্রী বিররণ করা হয়েছে বলে জানা গেছে। এ কর্মসূচিতে তাসকিন পারভেজ শাতিল  এর সাথে আরো পাঁচজন সেচ্ছাসেবী উপস্থিত ছিলেন।
প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু , হাফ লিটার তেল, ২ কেজি আলু, হাফ কেজি  লবন, ডাল ও পেয়াজ বিতরণ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তাসকিন পারভেজ শাতিল বলেন,চলমান করোনা পরিস্থির কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। ক্যাম্পাস বন্ধ হয়ে পরায় এ দোকানী গুলো খুব অসহায় হয়ে পরেছে। ক্যাম্পাসের এ ব্যবসার মাধ্যমে তাদের সংসার চলে।
আজ ১৬ দিন হলো বিশ্ববিদ্যালয় বন্ধ আছে। তাই এ মুহূর্তে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পরছে। মূলত  মানবিক দিক থেকেই আমি এ উদ্যােগটি নিয়েছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাবি প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.