অফলাইনেই হবে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

কলকাতা (ভারত) প্রতিনিধি: গতকাল এক বিবৃতি প্রকাশ করে কলকাতা বিশ্ববিদ্যালয় জানিয়ে দিল স্নাতক ও স্নাতকোত্তর স্তরের পরীক্ষা অফলাইনেই হবে।
যদিও কিছু সংখ্যক ছাত্র ছাত্রীদের দাবি ছিল অনলাইনে পরীক্ষার বন্দোবস্ত করা হোক। এব্যাপারে তাঁরা রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠিও লেখেন। কিন্তু শিক্ষামন্ত্রী পুরো বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ওপর ছেড়ে দেন।
গতকাল বিবৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় তাঁদের অবস্থান স্পষ্ট করল।
পাশাপাশি আলিয়া বিশ্ববিদ্যালয় সহ একাধিক বিশ্ববিদ্যালয় ও অফলাইনেই  পরীক্ষা নিতে আগ্রহী।
আগামী ২৭শে মে থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা শুরু হওয়ার কথা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত প্রায় ১৫০টি কলেজ আছে। সবাইকেই এই নিয়ম মানতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.