অকল্যান্ডে নতুন করে লকডাউন

(অকল্যান্ডে নতুন করে লকডাউন–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডের বৃহত্তম অকল্যান্ড শহরে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে সেখানে ৩দিন লকডাউন জারী থাকবে বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
জানা যায়, ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনার উপস্থিতি সম্প্রতি অকল্যান্ডেও শনাক্ত হয়েছে। করোনার এই নতুন ধরনটি আগের ধরনের চেয়ে অনেক বেশী সংক্রামক। সে কারণেই নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে সোমবার স্বাস্থ্য কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
প্রায় ২০ লক্ষ মানুষ বসবাস করে অকল্যান্ডে। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) থেকে সেখানে ৩দিনের লকডাউন জারী করা হয়েছে। সম্প্রতি ওই শহরে ৩ জনের দেহে করোনার নতুন ধরন শনাক্ত হয়েছে।
ওয়ার্ল্ড ও মিটারের তথ্যানুযায়ী, নিউজিল্যান্ডে এখন পর্যন্ত ২ হাজার ৩৩৬ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। মৃত্যু হয়েছে ২৫ জনের। (সূত্র: রয়টার্স)। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.