নোয়াখালীতে সিডিএসপি’র অর্থায়নে সামাজিক বনায়নের চেক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী হাতিয়ায় চর উন্নয়ন ও বসতি স্থাপন প্রকল্প (সিডিএসপি) এর অর্থায়নে উপকারভোগীদের মাঝে লভ্যাংশের চেক বিতরণ করেন উপকূলীয় বন বিভাগ।
আজ শনিবার (২০ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলার টাংকি ঘাট বয়ারচর এলাকায় সিডিএসপি’র সাইট অফিসে এই চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত Mr. Anne van Leeuwen, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ কবির বিন আনোয়ার, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ ফরিদ মিঞা, সহকারী বন সংরক্ষক কাজী মোঃ তারিকুর রহমান, সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন’সহ অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
সুবর্ণচর উপজেলা বন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি আরো বলেন, উপকূলীয় বন বিভাগ নোয়াখালী কর্তৃক সামাজিক বনায়নের আওতায় সৃজিত সড়ক বাগানের ১০ জন উপকারভোগীদের মাঝে ৬ লক্ষ ৭৩ হাজার টাকার লভ্যাংশের (গাছ বিক্রিত টাকার ৫৫%) চেক বিতরণ করেন বন বিভাগ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নোয়াখালী প্রতিনিধি ইব্রাহিম খলিল (শিমুল)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.