মিঠাপুকুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে জরিমানা

রংপুর প্রতিনিধি: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জগন্নাথপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ব্যাক্তিটির নাম শাহআলম।
আজ শনিবার (২০ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা এই অর্থদন্ডের আদেশ দেন।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা বিটিসি নিউজকে জানান, “সরকারি নির্দেশ অমান্য করে জগন্নাথপুর এলাকায় বালু উত্তোলন করা হচ্ছিল। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে এসে মোবাইল কোর্ট এর মাধ্যমে জরিমানা করা হয়েছে।”
এসময় বালু ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। বালু উত্তোলন প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা জানান।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রংপুর প্রতিনিধি এস এম রাফাত হোসেন বাঁধন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.