দিঘলিয়ায় গাজী জাকির হত্যা মামলার আসামিকে গুলি করে হত্যা

খুলনা বুরো: নগরীর খান জাহান আলী থানার শিরোমনিতে জুম্মার নামাজ শেষে বাড়ি ফেরার পথে গুলি করে হত্যা করা হয়েছে  চেয়ারম্যান প্রার্থী শেখ আনছারকে ।তিনি দিঘলিয়া উপজেলার আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক সম্পাদক ও বারাকপুর ইউনিয়নের উপনির্বাচনের প্রার্থী ছিলেন। সে জাকির চেযারম্যান হত্যা মামলার ও আসামী ছিল।
খানজাহান আলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বিটিসি নিউজকে বলেন, শুক্রবার (২৪ মার্চ)  নামাজ শেষে শেখ আনসার আলী বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে লিন্ডা ক্লিনিকের সামনে পৌঁছালে মোটরসাইকেলে এসে সন্ত্রাসীরা তাকে গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তিনি বলেন, নিহত শেখ আনসার আলী দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের চেয়ারম্যান জাকির হত্যা মামলার আসামি। তিনি দীর্ঘ দিন ধরে খানজাহান আলী থানার শিরোমনি এলাকায় বসবাস কর ছিলেন। নিহতের মরদেহের সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর খুলনা ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন এবং মাশরুর মুর্শেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.