২১ সাল’র মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে : রেলমন্ত্রী

ফরিদপুর প্রতিনিধি: ২০২১ সালের ডিসেম্বরের মধ্যে ঢাকা-মাওয়া-ভাঙ্গা রেল চলাচল শুরু হবে। এর ফলে এ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পদ্মাসেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এর আগে মন্ত্রী ভাঙ্গার বামনকান্দা নামক স্থানে রেলওয়ে জংশনের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

রেলমন্ত্রী বলেন, পদ্মা সেতু যেদিন চালু হবে সে দিনই ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল চলবে।

এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার আলিমুজ্জামান, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুর রহমান খান, ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজী রবিউল ইসলাম প্রমুখ।

এর আগে রেলমন্ত্রী ভাঙ্গা রেলষ্টেশনে এসে পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলার চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।

এরপর পুলিশের একটি দল রেলমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ফরিদপুর প্রতিনিধি মো. নাসির উদ্দিন নাসির। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.