৮ দিন পর বাংলাবান্ধায় আমদানি রপ্তানি শুরু

পঞ্চগড় প্রতিনিধি: আজ শনিবার (১২অক্টোবর) সকাল থেকে দেশের একমাত্র চতুর্থ দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে সকল প্রকার পণ্য আমদানি-রপ্তানি ৮দিন বন্ধ থাকার পর পুনরায় কার্যক্রম শুরু হয়েছে।

পঞ্চগড় আমদানি-রপ্তানীকারক এসোসিয়েশন সূত্রে জানা যায়, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় শারদীয় দূর্গাপূজা উপলক্ষে গত ৪অক্টোবর থেকে ১১অক্টোবর মোট ৮দিন স্থলবন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ ঘোষণা করে কতৃপক্ষ । ৮দিন বন্ধ থাকার পর আজ শনিবার (১২ অক্টোবর) সকাল থেকে পুনরায় বন্দর দিয়ে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

পঞ্চগড় জেলা আমদানি-রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বিটিসি নিউজকে জানান, দূর্গা পূজার উপলক্ষে দীর্ঘ ৮দিন বন্ধ থাকার পর শনিবার থেকে বন্দর দিয়ে পুনরায় আমদানি -রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে’।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর পঞ্চগড় প্রতিনিধি শেখ সম্রাট হোসেন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.