৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করবে ঐক্যফ্রন্ট, থাকছে না জামায়াত

 

ঢাকা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচনের দাবিতে ৬ ফেব্রুয়ারি জাতীয় সংলাপ করবে জাতীয় ঐক্যফ্রন্ট। ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সংলাপে আমন্ত্রণ জানানো হবে। নেতারা জানিয়েছেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পথ খুঁজে নিতেই এই সংলাপের আয়োজন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল বাতিল করে নতুন নির্বাচন চায় জাতীয় ঐক্যফ্রন্ট। আবারো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে চলছে জাতীয় সংলাপের প্রস্তুতি। ঐক্যফ্রন্ট নেতারা বলছেন, রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের মানুষ সংলাপে মতামত জানাবেন।

তবে জাতীয় সংলাপ থেকে কি ফল আসবে তা নিয়ে পরস্পরবিরোধী অবস্থানে বিএনপি নেতারা।

সংলাপে আমন্ত্রণ জানানো হবে না নিবন্ধন বাতিল হওয়া জামায়াতে ইসলামীর কোনো নেতাকে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.