৪,৩০০ রুশ সৈন্য নিহতের দাবি ইউক্রেনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনে এ পর্যন্ত ৪ হাজার ৩০০ জন রুশ সৈন্য নিহত হয়েছেন বলে দাবী করেছেন দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হানা মালিয়া।
আজ রবিবার (২৭ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টে চলমান যুদ্ধে রুশ ক্ষয়ক্ষতির একটি তালিকা প্রকাশ করে তিনি এ দাবি করেন।
সংবাদমাধ্যমগুলো অবশ্য তাঁর এ দাবির সত্যতা যাচাই করতে পারেনি। এমনকি রাশিয়াও এখন পর্যন্ত হতাহতের কোনো সংখ্যা প্রকাশ করেনি।
ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রীর দেয়া তালিকায়, ৪ হাজার ৩০০ রুশ সৈন্য নিহতের কথা ছাড়াও ২৭টি বিমান, ২৬টি হেলিকপ্টার, ১৪৬টি ট্যাংক, ৭০৬টি সাঁজোয়া যান, ৪৯টি কামান এবং আরো কিছু সামরিক সরঞ্জাম ও অস্ত্র ধ্বংসের কথা বলা হয়েছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.