২৫ জানুয়ারি দেশজুড়ে বিএনপি’র বিক্ষোভ সমাবেশের ঘোষণা

ঢাকা প্রতিনিধি: ভোটাধিকার প্রতিষ্ঠা, রাষ্ট্রের গণতান্ত্রিক শাসান ব্যবস্থা তৈরি, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দির মুক্তি ও দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়বাদী দল (বিএনপি)। আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ দেশের সব মহানগর ও জেলা সদরে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
সোমবার (১৬ জানুয়ারি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশ ও মিছিল থেকে এ কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। যুগপৎ আন্দোলনের তৃতীয় কর্মসূচি হিসেবে ‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে’ এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

বিএনপির মিছিল

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, কয়েকদিন আগে বিদ্যুতের দাম বাড়িয়েছে সরকার। তারা বলছে, মাসে মাসে নাকি বিদ্যুতের দাম সমন্বয় করা হবে। এর মানে বিদ্যুতের দাম প্রতি মাসেই বাড়াবে এ সরকার। ২০০৬ সালে বিএনপির আমলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি সর্বোচ্চ দর ২ টাকা ৭ পয়সা ছিল, এখন যা ১১ টাকার ওপরে। দাম বাড়িয়েছে যাতে কুইক রেন্টালের মাধ্যমে সরকার বিদ্যুত খাতে লুটপাট করতে পারে।
তিনি বলেন, জনগণের আজকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা। আজকে গরিব মানুষ দুইবেলা পেট ভরে খেতে পারে না। মধ্যবিত্ত আজ গরিব হচ্ছে। বিশ্বের মধ্যে ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য সবচেয়ে বেশি বাংলাদেশে। আর এটি গত ১২ বছরে সংগঠিত হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার জাহিদ হোসেন প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.