নয়াপল্টনে বিএনপিকর্মীরা, অবস্থান নিয়েছে পুলিশ

ঢাকা প্রতিনিধি: বিদ্যুতের দাম কমানোসহ বেশ কয়েক দফা দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশ ও মিছিলকে কেন্দ্র করে  নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
সোমবার (১৫ জানুয়ারি) দলটির নয়াপল্টন কার্যালয়ের সামনে এবং আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে। দুপুর থেকেই বিএনপির কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। তারা মিছিল ও সমাবেশ করেন।

নয়াপল্টনে পুলিশের অবস্থান

নয়াপল্টনে পুলিশের অবস্থান

তিনি বলেন, সমাবেশ ও মিছিলের জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের অনুমতি দেওয়া হয়েছে। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে মগবাজার এবং প্রেসক্লাবের সামনে পর্যন্ত তারা মিছিল করতে চেয়েছিলেন। কিন্তু আমরা বলেছি যেহেতু আজ কর্মদিবস, সড়কে যানজট হবে। সে কারণে নয়া পল্টনের আশেপাশে এলাকায় মিছিল করার জন্য বিএনপি নেতাকর্মীদের বলা হয়েছে। সে অনুযায়ী তাদের অনুমতি দেওয়া হয়েছে।

নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির কর্মীরা

কোনও সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, সেভাবে কোনও সময় নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে আমরা মনে করি সন্ধ্যার আগেই তারা তাদের সমাবেশ এবং মিছিলের কাজ শেষ করবেন।

নয়াপল্টনে মিছিল করেন বিএনপির কর্মীরা

নাইটেঙ্গেল মোড়ে মতিঝিলের ডিসি হায়াতুল ইসলাম খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, নাইটেঙ্গেল মোড় থেকেই বিএনপির মিছিল ফকিরাপুলের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। এজন্য এখানে আগে থেকেই পুলিশ অবস্থান নিয়েছে।

মিছিলে বিএনপির কেন্দ্রীয় নেতারা

সমাবেশ এবং মিছিলে যোগ দিতে আসা বিএনপির একাধিক নেতাকর্মী বলেন, তেল-চাল-ডাল-বিদ্যুতের দাম বেড়ে গেছে। গ্যাস নেই। মানুষের অনেক অভাব অনটন চলছে। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের রক্ষার জন্য আমরা দাঁড়িয়েছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা এই রাস্তায় এসে দাঁড়িয়েছি। আমাদের যে ১০ দফা ঘোষণা করা হয়েছে, সেগুলো আদায়ের আন্দোলনের অংশ হিসেবে আজকের এই সমাবেশ এবং মিছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মো: মাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.