২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে কিয়েভে হামলা করতে পারে রাশিয়া

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে রুশ সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশে মিশন শুরু করবে। এখন তারা দেশটির পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়্যারের বরাতে এ তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান।
ফর দ্য স্টাডি অব ওয়্যার জানায়, রাশিয়ার সেনারা বর্তমানে কিয়েভের পূর্ব, উত্তরপশ্চিম ও পশ্চিমের আশপাশে অবস্থান করছে। আগামী ২৪ থেকে ৯৬ ঘণ্টার মধ্যে তারা সেখানে আক্রমণ চালাতে পারে।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা।
ইতোমধ্যে ইউক্রেনের প্রায় ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ। এ ছাড়া দেশটির দুই হাজারের বেশি বেসামরিক নাগরিক নিহত এবং রাশিয়ার ১১ হাজার সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
অন্যদিকে রাশিয়া দাবি করেছে, যুদ্ধে তাদের ৪৯৮ সৈন্য নিহত এবং ইউক্রেনের ২ হাজার ৮৭০ জনের বেশি ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ হামলায় এখন পর্যন্ত ইউক্রেনে ৪০০ এর অধিক বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.