আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২ (ভিডিও)

বিশেষ (ভারত) প্রতিনিধি: গত ২৮শে ফেব্রুয়ারি শুরু হলো কলকাতা আন্তর্জাতিক বইমেলা। সোমবার (২৮ ফেব্রুয়ারি) বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু প্রতিক্ষার অবসান ঘটল লেখক, পাঠক, সকল বইপ্রেমীদের। বইপ্রেমীরা আনন্দে আত্মহারা।

কলকাতা বইমেলার এই বছরে বয়স হচ্ছে ৪৫ বছর। এ বার বইমেলার থিম দেশ হলো বাংলাদেশ।

প্রসঙ্গত, সোমবার বইমেলার উদ্বোধনের পর লক্ষ্মীর ভাণ্ডারের থিমে বানানো জাগো বাংলার স্টলের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) থেকে আগামী (১৩ মার্চ) পর্যন্ত চলবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রতিদিন বেলা ১২টা থেকে সন্ধে ৮টা পর্যন্ত খোলা থাকবে মেলাপ্রাঙ্গণ। তবে করোনা তো এখনো পুরো কেটে যায়নি। তাই সমস্ত কোভিডবিধি মেনে মেলা আয়োজিত হবে; জানিয়েছেন কর্তৃপক্ষ। বইমেলা প্রাঙ্গণে প্রবেশ করতে হলে অবশ্যই মাস্ক পরতে হবে, মাস্ক মাস্ট।উল্লেখযোগ্য যে,  ২০২২ সালে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম কান্ট্রি বাংলাদেশ। এবং উল্লেখ করা জরুরি যে, ২০২০ সালের থিম ছিল বাংলাদেশ। এপার ওপার বাংলার মিলনমেলাও বটে এটি।

জানা গিয়েছে, এবারের বইমেলায় অংশ নিচ্ছেন ওপার বাংলা তথা বাংলাদেশের ৪২ জন প্রকাশক। ৮৫টি বাংলাদেশী স্টল থাকছে। থাকবে ২০০টি লিটল ম্যাগাজিনের স্টল। মেলার মোট স্টলের সংখ্যা হচ্ছে ৬০০। শুধু বাংলাদেশই নয়, ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন, আর্জেন্টিনা, মেক্সিকো এবং আরও বেশ কয়েকটি লাতিন আমেরিকান দেশের প্রকাশকরাও অংশ নিচ্ছেন।

বইমেলা মানেই মিলন উৎসব। যেখানে কত কত মানুষের সাথে দেখা হয়, কথা হয়, সৃষ্টিশীল আলোচনা হয়। এর আমেজ একেবারেই ভিন্ন।বইমেলার চুম্বক সময় হয়ে উঠে সন্ধ্যা। কী আবেগিক একটা সময়। সন্ধ্যার পরপর বিভিন্ন স্টলের সামনে জমিয়ে আড্ডা দিতে দেখা যায় তরুণ- তরুণীসহ বইমেলায় আগত বিভিন্ন বয়সের দর্শনার্থীদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.