২২ টি জেলায় অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করবে সরকার — পলক


নাটোর প্রতিনিধি: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কৃষকরা ন্যায্য মূল্যে ধানের দাম পায় সে লক্ষে সরকার ২২ টি জেলায় আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবে। কৃষিকে আধূনিকায়নের মাধ্যমে সরকার কৃষকদের পাশে থেকে কাজ করছে। কৃষক ও কৃষি বান্ধব সরকার শ্রমিক সংকট দুর করার লক্ষে চলনবিল তথা সিংড়ার কৃষকদের জন্য ১৪ টি হারভেস্টার মেশিন ও ১ টি রিপার মেশিন প্রদান করেছেন।

পলক আরো বলেন, এক সময় চলনবিল অবহেলিত ছিলো, সার তেলের জন্য কৃষকদের হাহাকার করতে হতো, কৃষকদের মার খেতে হয়েছে। কৃষকরা আতংকে ছিলো, সন্ত্রাসের জনপদ নামে পরিচিত ছিলো। বর্তমান সরকারের নিরলস পরিশ্রমে চলনবিল উন্নত জনপদ, শষ্য ভান্ডার এবং মৎস্য ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।

প্রতিমন্ত্রী বলেন, চলনবিলে ১০০ কি: মি খাল খননের মাধ্যমে কৃষিতে প্রাণ ফিরে এসেছে। ১১ বছরে চলনবিলে ফসলে উদ্বৃত্ত বেড়েছে। সাড়ে তিন লক্ষ ফসল উৎপন্ন হয়। যা দেশের চাহিদা মেটাচ্ছে। প্রায় আড়াই লক্ষ মেট্রিক টন ফসল উদ্বৃত্ত থাকছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্য সার, বীজ দেয়ার কারনে কৃষিতে কোনো সংকট নাই। চলনবিলে প্রায় ৩৩% ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কাটা স¤পূর্ণ হবে। প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত।

আজ শুক্রবার (০১ মে) সকালে ধান কাটা ও মাড়াইয়ের জন্য কম্বাইন হারভেস্টার মেশিন বিতরনকালে তিনি এসব কথা বলেন।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরো অনেকে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর নাটোর প্রতিনিধি খান মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.