১ জুলাই গোটা রাজ্যে ছুটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা প্রতিনিধি: মহামারির বিরুদ্ধে চিকিৎসক ও প্রথম সারির স্বাস্থ্য কর্মীদের জীবন বাজি রেখে সাহসিকতার যে লড়াই তিকে বিশেষ সম্মান জানাতে রাজ্য সরকার বেছে নিলেন ১ জুলাই ডঃ শ্রী বিধান চন্দ্র রায়ের জন্মদিনটিকেই ৷

করোনা পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি নিয়ে শত কষ্ট সত্ত্বেও যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সমস্ত চিকিৎসক, নার্সিং স্টাফ, প্যারা মেডিক্যাল কর্মী সহ সমস্ত স্বাস্থ্যকর্মীরা ৷ তাঁদের সম্মান জানাতেই পয়লা জুলাই, বুধবার দিনটিকে রাজ্যের ছুটির দিন হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
নবান্নে সাংবাদিক বৈঠক থেকে আজ সোমবার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই ঘোষণা করলেন ৷ এদিন তিন বলেন, ‘এই বাংলা থেকেই চিকিৎসক দিবস পালন শুরু হয়েছিল। এটা আমাদের গর্ব। আর এই সময়ে চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা যে ভাবে জীবন বাজি রেখে কাজ করছেন তা অতুলনীয় ৷’ বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর ৷ একইসঙ্গে জাতীয় ডক্টরস ডে-তে কেন্দ্রকেও ছুটি ঘোষণার অনুরোধ মমতার৷
 
করোনা পরিস্থিতিতে চিকিৎসকদের কাছে পৌঁছনো সম্ভব হচ্ছে না ৷ এমতাবস্থায় বাড়িতে থেকে ফোনেই ডাক্তারের পরামর্শ নেওয়ার সুযোগ দিচ্ছে সরকার ৷ বর্তমানে এর জন্য ১২টি নম্বর ১ জুলাই থেকে চালু করছে রাজ্য৷ পরে প্রতি রাজ্যের জন্য আলাদা আলাদা নম্বরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
ডঃ ডে অর্থাৎ পয়লা জুলাইয়ের দিন থেকেই  রাজ্য সরকারের উদ্যোগে, রাজ্যে এই বিশেষ টেলি মেডিসিন পরিষেবা চালু করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.