মোড়েলগঞ্জে ৯০ প্রতিবন্ধী পরিবারের মাঝে হাইজিন প্যাক বিতরণ

মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোড়েলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধের জন্য স্বাস্থ্য সেবায় ৯০টি প্রতিবন্ধী পরিবারের মাঝে বিশেষ হাইজিন প্যাক বিতরণ করা হয়েছে।

প্রতিটি পরিবারকে দেওয়া হয়েছে ১০ পিচ সাবান, মাস্ক ৫০টি, হুইল পাউডার ১কেজি, স্যানিটাইজার, মগ ও ৩০ লিটারের একটি করে বালতি। আজ সোমবার দুপুরে অফিসার্স ক্লাবে সেবরকারি সংস্থা ডিআরআরএ’র সহযোগিতায় আনুষ্ঠানিকভাবে এ হাইজিন প্যাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম।

সভায় ইএইচডি প্রকল্পের কেএমএসএস এর সমন্বয়কারী হারুন অর রশিদ মজুমদার, ডিআরআরএ এর ডিজেবিলিটি ইনক্লিউশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং ম্যানেজার মোহাম্মদ মাহফুজুর রহমান, ডি আর আর এ এর ডিজেবিলিটি ইনক্লিউশন অফিসার মোঃ আল-আমিন, আর এইচ স্টেপ এর ফিল্ড কোডিনেটর প্রণব কুমার দাস উপস্থিত ছিলেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি এম.পলাশ শরীফ গনেশ পাল। #

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.