১১টি সোনার বারসহ দুই ভারতীয় নাগরিক আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে ১১টি সোনার বারসহ দু‌ই ভারতীয় পাসপোর্টধারী নাগরিককে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটক ব্যক্তিরা হলো– কলকাতার পশ্চিমবঙ্গের জোড়াবাগান থানার চুনিলাল গুপ্তের ছেলে অনুপ কুমার গুপ্ত (৪৮) এবং উত্তর প্রদেশের গোরখপুরের রামাশ্রীর ছেলে রাজেশ কুমার (৪৩)।
শুল্ক গোয়েন্দারা জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে পাসপোর্টধারী দুই ভারতীয় নাগরিকের দেহ তল্লাশি করা হয়। সে সময় তাদের জুতার ভেতর থেকে উদ্ধার করা হয় ১১টি সোনার টুকরো। পরে ওই দুজনকে আটক করা হয়।
যশোরের বেনাপোল শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা আব্দুর রহিম বিটিসি নিউজকে জানান, উদ্ধার ১১টি সোনার বারের ওজন ৬২১ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ৪৫ লাখ টাকা। দুই চোরাকারবারির বিরুদ্ধে দর্শনা থানায় মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চুয়াডাঙ্গা প্রতিনিধি মো: মুজাহিদ হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.