১লা ফেব্রয়ারি থেকে নির্ধারিত পোশাক ছাড়া গাড়ি চালাতে পারবেন না চালকরা

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহী সিটি কর্পোরেশনে ইজিবাইক ও অটোরিক্সা ইত্যাদি নিয়ন্ত্রণ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ১লা ফেব্রয়ারি ২০২২ ইং তারিখ হতে অটো/চার্জার রিক্সা চালকগণ পোশাক ছাড়া গাড়ি চালাতে পারবে না। যারা ২০২০-২০২১ সালের অটো/চার্জার রিক্সা নবায়ন করেন নাই তাদের ৩১ শে জানুয়ারির মধ্যে নবায়ন করতে হবে।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ্ মোঃ নূর-ঈ-সাঈদ, আরএমপির ট্রাফিক ইন্সপেক্টর মোঃ আতাউল আল কোরাইসী, রাসিকের ট্যাক্সেশন কর্মকর্তা (লাইসেন্স) মোঃ সারওয়ার হোসেন, উপ-ট্যাক্সেশন কর্মকর্তা (যানবাহন) কাজী আনোয়ার দিল, সহকারী প্রোগ্রামার মোঃ হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার মোসাঃ হোসনে আরা, পরিদর্শক মোঃ সাইদুল ইসলাম, রাজশাহী মহনগর ইজি বাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ লিয়াকত আলী, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আমিরুল হোসেন শান্ত, রাজশাহী মহানগর ইজিবাইক মালিক সমিতির সভাপতি মোঃ শরিফুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক মোঃ রিমন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ প্রেরক স্বা/-জনসংযোগ কর্মকর্তা, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.