বৃদ্ধের ওপর গাড়ি চালিয়ে দিল ইসরাইলি পুলিশ

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ গাজার উম আল-খাইর গ্রামে ৮৫ বছর বয়সী এক বৃদ্ধকে গাড়ি চাপা দিয়েছে ইসরাইলি পুলিশ। এই ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
সুলেমান আল-হাতালিন নামের ওই ব্যক্তি মাসাফার ইয়াত্তা অঞ্চলে তার গ্রামে পুলিশের প্রবেশে দিচ্ছিলেন। তিনি সরে না দাঁড়ানোয় তার ওপর দিয়েই ইসরাইলি পুলিশের সদস্যরা গাড়িয়ে চালিয়ে দেয়।
মাসাফার ইয়াত্তা অঞ্চলের প্রতিরোধ ও প্রতিরক্ষা কমিটির সমন্বয়কারী ফুয়াদ আল-আমার স্থানীয় গণমাধ্যম দ্য নিউ আরবকে জানান, সুলেমান আল-হাতালিন গ্রামে বেশ পরিচিত ব্যক্তি। তিনি সব সময় ইসরাইলি বাহিনীকে প্রতিরোধ করতে রাস্তায় নামেন।
ফুয়াল আল-আমার বলেন, যখন পুলিশ উম আল-খাইর গ্রামে তার গ্রামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন সুলেমান আল-হাতালিন পুলিশের গাড়ি আটকাতে যান। তারা সুলেমানের ওপর গাড়ি তুলে দেয়। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।
তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। বর্তমানে তার অবস্থা ভালো নয়।
দক্ষিণ নাবলুসের কারিয়ত গ্রামেও ঘর-বাড়ি ও ফসলি জমি ধ্বংস করতে আসা ইসরাইলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। (সূত্র: দ্য নিউ আরব নিউজ)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.