১ম ধাপের ৩৫০০ করোনা টিকা পেলো রানীশংকৈল স্বাস্থ্য কমপ্লেক্স 

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) বিকালে ১ম ধাপে ৩৫০০ ডোজ কোভিড-১৯ করোনা টিকা এসে পৌঁছেছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তারা।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরীকৃত কোভিড-১৯ (করোনা) ভ্যাকসিন আজ বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারী) বিকালে ৫ টার রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকুলে বরাদ্দকৃত ভ্যাকসিনের ভায়েল আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা আব্দুস সামাদ এবং আরএমও ডাক্তার ফিরোজ আলম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল, মহিলা বিষয়ক কর্মকর্তা আবিদা সুলতানা।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
জানা যায়, আগামী ৭ ফেব্রুয়ারী থেকে আনুষ্ঠানিকভাবে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন প্রদান করা হবে। এ সময় এ উপজেলার জনসাধারণকে নিবন্ধনের মাধ্যমে  ভ্যাকসিন গ্রহণে অংশগ্রহণ করার আহবান জানান ইউএনও।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.