হিজলায় ৩ হাজার ৭২০ বস্তা চিনি বোঝাই ট্রলার ডুবি

বরিশাল ব্যুরো: বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে চিনি বোঝাই একটি মালবাহী ট্রলার ডুবেছে। এতে ৩ হাজার ৭২০ বস্তা চিনি ছিল। উদ্ধার হয়েছে ৩০০ বস্তা, বাকি চিনি গলে গেছে। তবে কোনো হতাহত হয়নি।
আজ বুধবার (১০ আগস্ট) ভোরে উপজেলার বড়জালিয়া ইউনিয়নের কাইসমা সংলগ্ন মেঘনা নদীতে ট্রলার ডুবেছে।
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) বিকাশ চন্দ্র দে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঘটনার সঙ্গে সঙ্গেই হিজলা নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবে যাওয়া ট্রলারের সুকানি মো. হাশেমসহ ৪ জনকে জীবিত উদ্ধার করেছে। ট্রলারের মাঝি-মাল্লা ছাড়া কোনো যাত্রী ছিল না।’
হিজলা ফায়ার সার্ভিসের টিম লিডার মো. নুরুল ইসলাম বলেন, ‘নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় ৩০০ বস্তা চিনি উঠাতে পারলেও বাকিগুলো পানিতে গলে যায়।’
ট্রলারের মালিক মো. হোসেন বন্ধু বলেন, ‘মঙ্গলবার দুপুরে সোনারগাঁও এলাকার মেঘনা মিল থেকে চিনি বোঝাই করে এমভি ফারহান ফাহিম নামের ট্রলারটি ভোলার উদ্দেশ্যে ছেড়ে আসে।’
হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া বিটিসি নিউজকে বলেন, ‘প্রায় ৩০০ বস্তা চিনি উদ্ধার করা হয়েছে। বাকিগুলো পানিতে গলে গেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বরিশাল ব্যুরো প্রধান আল মামুন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.