জোড়া আঘাত ইবাদতের, ৪ উইকেট হারাল জিম্বাবুয়ে

বিটিসি স্পোর্টস ডেস্ক: হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। ওয়ানডে অভিষেকে নেমেই নিজের দ্বিতীয় ওভারে দুই উইকেট তুলে নিলেন ইবাদত হোসেন চৌধুরি। এর আগে মেহেদি মিরাজ ও হাসান মাহমুদ জিম্বাবুয়ের দুই ওপেনাকে ফেরত পাঠান।
ইবাদত হোসেন নিজের দ্বিতীয় ওভারে টানা দুই বলে নিলেন ২ উইকেট। দুই ম্যাচের সেঞ্চুরিয়ান সিকান্দার রাজাকে ০ রানে ফেরান তিনি। সরাসরি বোল্ড হয়ে ফিরে যান রাজা। এর আগের বলে ইবাদতের বলে ওয়েসলে মাদভেরে ক্যাচ তুললে মিরাজের হাতে ধরা পড়েন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের সংগ্রহ ২৪ রান।
২৫৭ রানের লক্ষ্যে নামা জিম্বাবুয়ের উদ্বোধনী জুটি প্রথম ওভারেই ভেঙ্গে দেন হাসান মাহমুদ। ফিরিয়ে দিলেন টাকুডজোয়ানাশে কাইটানোকে। পায়ের ওপরের ডেলিভারি লেগ সাইডে খেলতে গিয়ে বলের লাইন মিস করেন ডানহাতি ওপেনার। বল আঘাত হানে তার প্যাডে। এলবিডব্লিউয়ের আবেদনে আঙুল তুলে নেন আম্পায়ার।
কাইটানো ৫ বল খেলে রানের খাতা খুলতে পারেননি। আগের ম্যাচেও প্রথম ওভারে তাকে ফিরিয়েছিলেন হাসান।
ইনিংসের দ্বিতীয় আর নিজের প্রথম ওভারেই টাডিওনাশে মারুমানিকের উইকেট তুলে নেন মেহেদী হাসান মিরাজ। বেরিয়ে এসে খেলার চেষ্টায় বলের লাইন মিস করেন বাঁহাতি ব্যাটসম্যান। বল এলোমেলো করে দেয় স্টাম্প।
মারুমানি করলেন ১ রান। প্রথম দুই ওভারে দুই ওপেনারকে হারায় জিম্বাবুয়ে।
এর আগে হারারেতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয় আর আফিফ হোসেনের ব্যাটে চড়ে ৯ উইকেটে ২৫৬ রানের পুঁজি পেয়েছে টাইগাররা।
২০১৩ সালের মে মাসে বাংলাদেশকে সর্বশেষ সিরিজে হারিয়েছিল জিম্বাবুয়ে। এবার তো হোয়াইটওয়াশ চোখ রাঙাচ্ছে। প্রথম দুই ম্যাচে প্রায় তিনশোর কাছাকাছি স্কোর করেও তামিমরা হেরে গিয়েছিল।
বাংলাদেশ ৫০ ওভারে ২৫৬/৯ (এনামুল হক ৭৬, মাহমুদউল্লাহ ৩৯, আফিফ ৮৫*; জঙ্গোয়ে ২/৩৮, ইভান্স ২/৫৩)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.