হারানো মোবাইল ফোন উদ্ধার করে দিলো আরএমপি ডিবি

আরএমপি প্রতিবেদক: রাজশাহী মহানগরীতে হারানো মোবাইল উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেছে মহানগর গোয়েন্দ পুলিশ (ডিবি)।
ঘটনা সূত্রে জানা যায়, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলোজি বিভাগের প্রধান প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমানের ব্যবহৃত মোবাইল ফোন গত ৮ ফেব্রুয়ারি ২০২২ সন্ধ্যা সাড়ে ৭ টায় লক্ষীপুর পপুলার হাসপাতালের আশপাশ এলাকা হারিয়ে ফেলে। এ সংক্রান্তে রাজপাড়া থানায় একটি হারানো জিডি এন্ট্রি হয়।
জিডি এন্ট্রির পরবর্তীতে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার, জনাব মোঃ আরেফিন জুয়েল এর সার্বিক তত্তাবধায়নে, পুলিশ পরিদর্শক জনাব মোঃ আশিক ইকবাল এর নেতৃত্বে এসআই সুমন কুমার সাহা ও তাদের ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় রাজপাড়া থানার মহিষবাথান উত্তর পাড়া হতে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে। মোবাইলের মালিক প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমানের নিকট হস্তান্তর করেন।
হারানো মোবাইল ফোন ফিরিয়ে পেয়ে প্রফেসর ডাঃ মোঃ হাফিজুর রহমানের আরএমপি’র সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ আবু কালাম সিদ্দিক মহোদয় সহ ডিবি পুলিশকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সংবাদ প্রেরক রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গোলাম রুহুল কুদ্দুস এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.