হাতে টাকা না পেলে মরবে গরিব, মধ্যবিত্ত সব হারাবে : রাহুল গান্ধী 

কলকাতা প্রতিনিধি: গত ৩০ শে মার্চ থেকে দেশে লকডাউন চলছে ৷ অর্থনীতিতে এমন ধস নেমেছে গরীব মানুষের খাদ্যের জোগান নেই ৷ মধ্যবিত্তের পিঠ দেওয়ালে ঠেকেছে ৷ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ধস নেমেছে ৷ এই আবহে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় প্রথম বলেন সরকারের উচিত টাকা ছাপানো। গরিব মানুষের হাতে টাকা দেওয়া।
এবার একই কথা শোনা গেল কংগ্রেস অন্তর্বতীকালীন সভাপতি সনিয়া গান্ধি ও রাহুল গান্ধির মুখে। প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েও সনিয়া একই কথা বলেন।
ভারত সরকারকে অর্থনীতির চাকা ঘোরাতে সরাসরি টাকা জোগান দেওয়ার জন্য অনুরোধ জানালেন কংগ্রেস সভাপতি শ্রী রাহুল গান্ধি। এবার আরও সুর চড়ালেন এবং বললেন গরীব মানুষ হাতে টাকা নি পেলে এবার মারা পরবে ৷
আজ শনিবার (১৩ জুন) সন্ধ্যায় করা ট্যুইটে রাহুল লেখেন, এই সময় সরকারকের অর্থনীতির মোড় ঘোরাতে টাকা দিতেই হবে হাতে হাতে। নচেত গরিব মানুষ মারা পড়বে। মধ্যবিত্ত নতুন দরিদ্র হিসেবে চিহ্নিত হবে। পুঁজিবাদ জয়লাভ করবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.