‘হাজিয়া সোফিয়া’ পুনরুদ্ধারের বর্ষপূর্তিতে এরদোয়ানের টুইট

(‘হাজিয়া সোফিয়া’ পুনরুদ্ধারের বর্ষপূর্তিতে এরদোয়ানের টুইট–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের ইস্তানবুলের বিখ্যাত ঐতিহাসিক হাজিয়া সোফিয়া গ্র্যান্ড মসজিদ পুনরায় চালু করার এক বছর পূর্তি আজ। আজ শনিবার (২৪ জুলাই) সেই উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা আনাদোলু।
প্রতিবেদনে বলা হয়, এক টুইট বার্তায় তুর্কি প্রেসিডেন্ট বলেন, হাজিয়া সোফিয়া আমাদের সভ্যতার পুনর্জাগরণের প্রতীক।
আমাদের প্রভুর (আল্লাহ) প্রশংসা হোক, যিনি আমাদের পথ দেখিয়েছেন। আমি আশা করি যে প্রার্থনা, নামাজ এবং পবিত্র কোরআনের আহ্বানের আওয়াজ সময়ের শেষ অবধি মহান এই মসজিদ থেকে নিখোঁজ হবে না, যোগ করেন তিনি। টুইটারে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন। গত বছর মসজিদ চালু হওয়ার পর প্রথম জুমার নামাজ আদায়ের ভিডিও এটি।
এর আগে গত বছরের ২৪ জুলাই দীর্ঘ ৮৬ বছর পর চালু করা হয় ঐতিহাসিক হাজিয়া সোফিয়া মসজিদ। তার আগে এটি জাদুঘর হিসেবে ছিল।
হাজিয়া সোফিয়া ৯১৬ বছর ধরে খ্রিষ্টানদের গির্জা হিসেবে ছিল। এরপর ১৪৫৩ থেকে ১৯৩৪ সাল পর্যন্ত এটি মসজিদ হিসেবে এবং পরবর্তী ৮৬ বছরের জন্য জাদুঘরে রুপান্তর করা হয়। ১৯৮৫ সালে এটি ইউনেসকো কর্তৃক বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.