আফগানিস্তানে তালেবানসহ সরকার গঠনই পাকিস্তানের প্রধান লক্ষ্য

(আফগানিস্তানে তালেবানসহ সরকার গঠনই পাকিস্তানের প্রধান লক্ষ্য–ফাইল ছবি)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন বাহিনী ও সামরিক জোট ন্যাটোর সৈন্যরা চলে যাওয়ার পর আফগানিস্তানে তালেবানকে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করাই পাকিস্তানের লক্ষ্য।
দ্যা ইউরোপীয়ান ফাউন্ডেশন ফর সাউথ এশিয়ান স্টাডিজের (ইএফএসএএস) প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর প্রকাশ করেছে ইয়াহু নিউজ।
ইউরোপ ভিত্তিক থিংক ট্যাঙ্কটি মনে করে, পাকিস্তানের সমর্থন ছাড়া তালেবানদের বর্তমান অবস্থায় আসা সম্ভব ছিল না। ন্যাটো ডিফেন্স কলেজ (এনডিসি) প্রকাশিত ‘আঞ্চলিক শক্তি এবং ন্যাটো-পরবর্তী আফগানিস্তান’ শীর্ষক গবেষণা প্রবন্ধে এসব কথা উল্লেখ করা হয়েছে।
সেখানে আরও বলা হয়, ন্যাটো-পরবর্তী আফগানিস্তানে সহিংসতা আরও ভয়াবহ রুপ নিতে পারে। ইতিমধ্যে সেটির প্রভাব পড়তে শুরু করেছে।
পাকিস্তানের প্রধান লক্ষ্য আফগানিস্তানে তালেবানকে অন্তর্ভুক্ত করে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা। অবশ্য, ইসলামাবাদ সম্পূর্ণ তালেবান শাসনের বিপক্ষে। পাকিস্তান বেশ কয়েকটি কারণে তালেবান আধিপত্য বা তাদের শাসন ব্যবস্থাকে নিজেদের স্বার্থের পক্ষে সহায়ক নয় বলে মনে করে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.