কপ-২৬ মিনিস্টিরিয়ালে যোগ দিতে ইংল্যান্ড গেলেন পরিবেশমন্ত্রী

ঢাকা প্রতিনিধি: লন্ডনে অনুষ্ঠিতব্য`জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, যুক্তরাজ্য ২০২১: দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল’ এ যোগদানের লক্ষ্যে ইংল্যান্ড গেলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।
কপ-২৬ এর প্রেসিডেন্ট অলোক শর্মার আমন্ত্রণে মন্ত্রী আজ শনিবার (২৪ জুলাই) লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। পরিবেশমন্ত্রী তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তফা কামাল ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. আশরাফ উদ্দিন।
সফরে মন্ত্রী ২৬তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনের প্রেসিডেন্ট আলোক শর্মার সভাপতিত্বে আগামীকাল রবিবার (২৫ জুলাই) ও আগামী সোমবার (২৬ জুলাই) লন্ডনে অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের ‘দ্যা জুলাই মিনিস্ট্রিয়াল’ এ অংশগ্রহণ করবেন।
এ সভায় আগামী নভেম্বর মাসে যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কপ-২৬ এ প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে সীমাবদ্ধ রাখা, জলবায়ু অভিযোজন কার্যক্রম বৃদ্ধি, লস এন্ড ড্যামেজ, আর্টিকেল-৬ এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলোর দরিদ্র দেশগুলোকে আর্থিক সহায়তা দান ইত্যাদি বিষয়ে বাংলাদেশের প্রত্যাশা সম্মেলনের প্রেসিডেন্টকে অবহিত করবেন।
ওই সভা শেষে লন্ডনে অবস্থিত বাংলাদেশের কমিউনিটির নেতাদের ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে তার বিভিন্ন সভায় মিলিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সফর শেষে মন্ত্রী আগামী (০১ আগস্ট) স্থানীয় সময় বিকেল ৩টায় বাংলাদেশের উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ঢাকা প্রতিনিধি মোমাসুদ রানা খন্দকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.