হবিগঞ্জ-বানিয়াচং সড়কে অটোরিকশা-মিনিবাসের সংঘর্ষে নিহত ২ 

হবিগঞ্জ প্রতিনিধি: বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা ও মিনি বাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে সিলেট ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

আজ শুক্রবার বেলা ২টার দিকে হবিগঞ্জ-বানিয়াচং সড়কের কালারডুবা এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন– বানিয়াচং উপজেলার ভাটিপাড়া গ্রামের শিশিমন দাসের ছেলে সুদেব দাস (৪৫) ও বাহুবল উপজেলার কল্যানপুর গ্রামের বিমল পালের ছেলে পিযুষ পাল (২৮)। আপতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়- দুপুরে বানিয়াচং থেকে ৫জন যাত্রী নিয়ে একটি সিএনজি অটোরিকশা হবিগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমেধ্য কালারডুবা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মিনি বাসের সাথে সিএনজি অটোরিকশারটি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। এতে আহত হন সিএনজি অটোরিকশায় থাকা আরও ৪ জন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিযে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষষণা করেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন- ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়া নিহত দুজননের মরদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।’

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মোঃ জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.