হবিগঞ্জ-বানিয়াচং সড়কে রত্না ব্রিজটি হুমকির মুখে

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ-বানিয়াচং সড়কের রত্না বেইলি ব্রিজটি হুমকির মুখে। যে কোনো সময় ধ্বসে পড়ে জেলার সাথে বানিয়াচং, আজমিরীগঞ্জসহ বিভিন্ন এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা রয়েছে।
ব্রিজের প্রবেশমুখে একটি সাইনবোর্ডে ৫ টনের অধিক মালবাহী গাড়ি চলাচল নিষিদ্ধ উল্লেখ থাকলেও নিষেধ অমান্য করে ঝুঁকি নিয়ে চলাচল করছে ২০ থেকে ২৫ টন ওজনের মাল বহনকারী কার্গো, কাভার্ডভ্যানসহ বিভিন্ন রকমের ভারী যানবাহন। এর ফলে ব্রিজের গোড়া এমনকি মধ্যখানের স্লিপার ভেঙ্গে খানাখন্দে পরিণত হয়েছে। প্রায়ই ছোটখাটো যানবাহন চলতে গিয়ে দূর্ঘটনা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের কোনো তদারকি না থাকার কারণেই ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়ে ভারী যানবাহন চলছে। এতে করে যেকোনো সময় ব্রিজটি ভেঙে পড়তে পারে। বন্যা ও বৃষ্টিতে এমনকি ভারী যানবাহন চলাচলের কারণে ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে এক বছর আগে আংশিক সংস্কার করা হয়।
তবে নিষেধ করা হয় ৫ টনের বেশি যানবাহন চলতে পারবে না। কিন্তু সরেজমিনে দেখা গেছে ভিন্ন চিত্র। জরুরি ভিত্তিতে ব্রিজের ফাটলসহ মেরামত করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসী।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের দাবিও জানিয়েছেন বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার জন সাধারণ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হবিগঞ্জ প্রতিনিধি মো :জুনাইদ চৌধুরী। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.