হবিগঞ্জের মাধবপুরে ট্রাফিক পুলিশের ৬ নির্দেশনা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: “সাবধানে চালালে গাড়ী, নিরাপদে ফিরব বাড়ী” এই শ্লোগানকে সামনে রেখে সকল যানবাহনের মালিক শ্রমিকদেরকে অবহিত করার জন্য প্রচারে নেমেছে ট্রাফিক পুলিশ।

হবিগঞ্জ জেলা পুলিশের নির্দেশনায় মাধবপুর ট্রাফিক জোনের ব্যবস্থাপনায় সড়ক নিরাপদ রাখতে “বাড়ীতে থাকুন,নিরাপদে থাকুন”।

৬ টি নির্দেশনা গুলো হলো:

(০১) সকল যানবাহনে অর্ধেকের বেশী যাত্রী বহন করিবেন না।

(০২) সিএনজিতে চালক সহ তিনজনের বেশী যাত্রী  বহন করিবেন না।

(০৩) মাক্স  ব্যবহার ছাড়া কোন যানবাহন চলাচল করবে না।

(০৪) মাক্স ব্যবহার ছাড়া গাড়ী চালালে আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

(০৫) চালক ও যাত্রীসহ সবাই মাক্স ব্যবহার করিবে।

(০৬) উক্ত সরকারী আদেশ অমান্য করিলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হইবে।

মাধবপুর-চুনারুঘাট ট্রাফিক জোনের পরিদর্শক ফারুখ আল মামুন ভুইয়া বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, এই বৈশ্বিক মহামারীতে সড়ক নিরাপদ রাখতে জেলা পুলিশের আদেশে আমরা কাজ করে যাচ্ছি।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি মাজহারুল ইসলাম তানিল। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.