করোনায় নতুন মৃত্যু ৪২, মৃতের সংখ্যা ১৯৬৮, নতুন আক্রান্ত ৩১১৪, মোট আক্রান্ত ১৫৬৩৯১

ফাইল ছবি

বিটিসি নিউজ ডেস্ক: বাংলাদেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে ২৪ ঘন্টায় ৪২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ১ হাজার ৯৬৮ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৬ হাজার ৩৯১ জন।  

আজ শুক্রবার (৩ জুলাই) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৮ লক্ষ ১৭ হাজার ৩৪৭টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও ৩ হাজার ১১৪ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ লক্ষ ৫৬ হাজার ৩৯১ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪২ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬৮ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬০৬ জন। এতে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৪৮ জনে।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ১ কোটি ৮ লক্ষ ৩৬ হাজার ৫০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ লক্ষ ২০ হাজার ৬৩৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ৬১ লক্ষ ৬২ হাজার ৪৬৩ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৫৬ হাজার ৩৯১ জন।

Comments are closed, but trackbacks and pingbacks are open.