হঠাৎ কেন ট্রেনে আগুন ধরলো, নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে : রেলমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন দুর্ঘটনা এবং সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেন দুর্ঘটনা একরকম নয়। হঠাৎ এখানে কেন ট্রেনে আগুন ধরলো বিষয়টি আমাদের ভাবাচ্ছে।

কারণ এখানে মিটার গেজের লাইন একটাই এবং তা ক্লিয়ার ছিল। তাই নাশকতা কিনা, তা গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

ইতোমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য ২ শ্রমিককে আটক করা হয়েছে।

আজ শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে উল্লাপাড়ায় দুর্ঘটনাস্থল পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, অতীতেও এই এলাকায় ট্রেন জ্বালিয়ে দিয়ে নাশকতা চালানো হয়েছিল। সে ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড হয়েছে। তাই সেই ধারণা আমরা উড়িয়ে দিচ্ছি না। ইঞ্জিনে তেল থেকে আগুন ধরতে পারে।

তবে বগিগুলোতে কেন আগুন লাগলো। আবার যাওবা লাগবে ভেতরে কেন লাগবে। সেজন্যই নাশকতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছি না।

এ বিষয়টি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী খুঁজে বের করবে। এছাড়া আমাদের কারো গাফিলতি আছে কিনা, তদন্তে ধরা পড়লে তারও ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য: গতকাল বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে রংপুরগামী রংপুর এক্সপ্রেস ট্রেন উল্লাপাড়া রেলস্টেশনে এসে ৯টি বগি ও ইঞ্জিন নিয়ে লাইনচ্যুত হয়। তখন ইঞ্জিনসহ ৪টি বগিতে আগুন ধরে ৫ জন আহত হয়।

পরে ফায়ার সার্ভিসের ৬টি টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে। এদিকে ঈশ্বরদী থেকে আসা রিলিফ ট্রেন ঐদিন সন্ধ্যায় ঘটনাস্থলে এসে উদ্ধার তৎপরতা শুরু করে আজ শুক্রবার দুপুর পর্যন্ত বগিগুলো উদ্ধার করে।

বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর সিরাজগঞ্জ প্রতিনিধি মো: সুলতান হোসেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.