স্মরণকালের বন্যায় বিপর্যস্ত নিউজিল্যান্ড

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: নিউজিল্যান্ডে বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বন্যার কারণে ভূমিধস হয়েছে, মাটিচাপা পড়েছে ঘরবাড়ি। এ ছাড়া হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।
রোববার (২৯ জানুয়ারি) আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্স জানায়, নজিরবিহীন বন্যার সাক্ষী হলো নিউজিল্যান্ডবাসী। দেশটির সবচেয়ে বড় শহর অকল্যান্ড ডুবে আছে বন্যার পানিতে। আকস্মিক বন্যায় কোথাও কোথাও ভূমিধস হয়েছে। মাটিচাপা পড়েছে ঘরবাড়ি।
স্থানীয় এক নাগরিক বলেন, প্রথমে ভেবেছি টর্নেডো হচ্ছে। পরে দেখলাম, বিশাল ধস নামল। জানালার বাইরে কিছুই দেখতে পাচ্ছিলাম না। বাচ্চাদের চিৎকার শুনতে পেলাম। পরে সবাই বেরিয়ে এলাম। সৌভাগ্যবশত বাড়ির সবাই বের হয়ে আসতে পেরেছে।
বন্যার কারণে হাজার হাজার ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। শত শত বাড়িতে পানি সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে। ১৬ লাখ বাসিন্দার অকল্যান্ডে জরুরি অবস্থা জারি রয়েছে। আবহাওয়া আরও দুদিন খারাপ থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
বন্যায় এরই মধ্যে কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যাকবলিত এলাকা থেকে অনেককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে রাখা হয়েছে। স্কুল ভবনকে আশ্রয়কেন্দ্র বানানো হয়েছে। যারা আশ্রয় নিয়েছেন তাদের মধ্যে বয়স্কদের ওপর বাড়তি নজর দেয়া হচ্ছে।
জরুরি অবস্থা চলায় দেশটির নতুন প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সামরিক হেলিকপ্টারে করে অকল্যান্ড সফরে যান। তিনি অকল্যান্ডের বাসিন্দাদের নিরাপদ রাখার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার নির্দেশ দিয়েছেন। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.