স্বাধীনতাবীর

লেখক: সাজিদুর রহমান চাঁদ:
তোমায় দেখেছি গো আমি আকাশের ওই বজ্রপাতের মতন,
তুমি হাহাকার, তুমি স্বাধীনতা, তুমিতো আমাদের অহংকার।

দূর্গম তুমি, দূর্বার তুমি, তুমিতো তিমির রাত;
তুমিতো সেই মহাকাশের মত মহাশয়।

তুমিতো সজ্জিত রণবীর, তুমিতো দাপুটে এক মমশীর।

তুমি দেখেছো জাতির বিপর্যয়, তুমি শেখোনি হারতে,
তুমি শিখিয়েছো শত্রুর বিপক্ষে লড়তে।

তুমি এনেছো বিভিষিকাময় পথ পেরিয়ে রক্তিম প্রভাত ছেড়ে সোনালী সকালের স্নিগ্ধ আলো।
সেই তুমি বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ আজও তোমারই জন্য।

এদেশের মানুষ তাই তোমায় করে এতো বেশি মান্য
হে প্রিয় বঙ্গবন্ধু শেখ মুজিব, তুমিতো প্রতিটি বাঙ্গালীর গর্ব।

লেখক: সাজিদুর রহমান চাঁদ, শিক্ষার্থী আলমডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.