স্বর্ণ আর হিরা দিয়ে তৈরী কমোড, দাম ১০ কোটি টাকা

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: চোখ ধাঁধানো স্বর্ণ আর হিরা দিয়ে তৈরী কমোড। প্রায় ৪০ হাজার হিরা ব্যবহার করা হয়েছে এই কমোড তৈরীতে। সাংহাইয়ের দ্বিতীয় চায়না ইন্টারন্যাশনাল ইমপোর্ট এক্সপোতে প্রকাশ্যে আনা হয়েছে ব্যয়বহুল এই কমোডটি। স্বর্ণ ও হিরার তৈরী এই কমোডের আনুমানিক দাম ১০ কোটি টাকার বেশী।

হংকংয়ের একটি জুয়েলারি ফার্ম এই কমোডটির ডিজাইন তৈরী করেছে। সংস্থাটির নাম করোনেট। বুলেটপ্রুফ কাচ এবং ৩৩৪ দশমিক ৬৮ ক্যারাটের প্রায় ৪০ হাজার ৮১৫ টি হিরা বসানো হয়েছে এই কমোডে।

সবচেয়ে বেশী হিরা বসানো টয়লেটের ক্যাটাগরিতে গিনেস বুকে নাম তুলতে চায় এই কমোডের প্রস্তুতকারী সংস্থাটি। ওই আন্তর্জাতিক সম্মেলনে ৪০০ ক্যারেটের হিরা বসানো একটি গিটারেরও প্রদর্শনী করা হয়েছে।

ওই গিটারটির দাম প্রায় ২ মিলিয়ন ডলার। হিরা বসানো গোলাপি একটি হাই হিল জুতাও রয়েছে এই তালিকায়, যার দাম ৪ দশমিক ২৫ মিলিয়ন ডলার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.