স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আক্রান্ত হলেন করোনায়

কলকাতা প্রতিনিধি: কোভিড-19 এবার থাবা বসাল কেন্দ্রের মোদী সরকারের উচ্চ পর্যায়ে ৷ স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ আক্রান্ত হলেন করোনায় ৷ সূত্রের খবর গুড়গাঁওয়ের মেদান্তা হাসপাতালে ভর্তি হয়েছেন ডাক্তারের পরামর্শে ৷ ৫৫ বছর বয়সী শ্রী অমিত শাহ শরীরে করোনার প্রাথমিক লক্ষণ থাকায় অমিত শাহের কোভিড-19 টেস্ট করা হয় ৷
রিপোর্ট পজিটিভ আসার পর ট্যুইট করে সেকথা নিজেই জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ একইসঙ্গে সম্প্রতি যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের প্রত্যেককেই কোভিড টেস্টের সঙ্গে সঙ্গে আইসোলেশনে যাওয়ারও আর্জি করেছেন ৷ আজ বিকেল ৪.২৪-এ হাসপাতালে ভর্তি হন অমিত। গুরুগ্রামের হাসপাতালের ১৫ তলায় আছেন অমিত। হাসপাতালের ৪৭১০ নম্বর ঘরে আছেন অমিত শাহ। চিকিৎসক সুশীলা কাটারিয়ার অধীনে ভর্তি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
ট্যুইটে অমিত শাহ লিখেছেন, ‘করোনার প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ায় কোভিড টেস্ট করিয়েছিলাম, যার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ আমার শরীর ঠিক আছে, কিন্তু চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হচ্ছি ৷ আমার অনুরোধ গত কয়েকদিনে যারা আমার সংস্পর্শে এসেছেন তারা দয়া করে নিজেদের আইসোলেট করুন এবং টেস্ট করান ৷” ২২ শে জুলাই সংস্পর্শে এসেছিলেন লালকৃষ্ণ আডবানী জীর ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইটে বলেন ‘অমিতজি ও তাঁর পরিবারের জন্য প্রার্থনা করছি ৷”
অমিত শাহের ট্যুইট
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.