স্বপ্ন পূরণ হলেও সিদ্ধান্ত বদলাবেন না এমবাপ্পে

বিটিসি স্পোর্টস ডেস্ক: বার্সেলোনার ঘরের মাঠে তাদের হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেছে ফরাসি ক্লাব পিএসজি। এই জয়ে সবচেয়ে বড় অবদান এই মৌসুমেই ক্লাব ছাড়ার ঘোষণা দেওয়া কিলিয়ান এমবাপ্পের। বার্সাকে হারিয়ে একটি স্বপ্নের কথাও বললেন এই তারকা, পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিততে চান তিনি। তবে সেটি জিতলেও ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে কোনো সিদ্ধান্ত বদলাবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
মঙ্গলবার রাতে ক্যাম্প ন্যুতে জোড়া গোল দেন এমবাপ্পে। পিএসজির এই জয়ের নায়ক বলেন, ‘আমার স্বপ্ন প্যারিসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়। পিএসজিতে আসতে পেরে প্রথম দিন থেকেই দারুণ গর্বিত আমি। সময় ভালো যাক বা খারাপ, আমার সেই গর্বে কমতি পড়ে না।’
বার্সেলোনার বিপক্ষে জিতে গেছে এমবাপ্পের পিএসজি। তবে হারলেও পিএসজির হয়ে খেলার গর্ব একটুও কমতো না তার, ‘দারুণ একটি দলকে আজকে (মঙ্গলবার রাতে) হারিয়েছি আমরা। তবে যদি আজকে হেরেও যেতাম, প্যারিসের একজন হিসেবে গর্বিতই থাকতাম। ম্যাচ জয়ের পর সেই গর্বটা আরও বেশি।’
তবে এমবাপ্পের কাছে সেমিফাইনালই শেষ কথা নয়। ফাইনালে চোখ বিশ্বকাপজয়ী এই তারকার, ‘প্যারিসের একজন হিসেবে আজ রাতের অভিজ্ঞতাটা দারুণ। ওয়েম্বলিতে ফাইনাল খেলার পথে আরও একটি পদক্ষেপ এগোতে হবে আমাদের। এখন আমাদের শান্ত থাকতে হবে।’
এই মৌসুমেই পিএসজি ছেড়ে যাওয়ার কথা বলেছেন এমবাপ্পে। জোর গুঞ্জন, স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদই হচ্ছে তার পরের ঠিকানা। তবে চ্যাম্পিয়ন্স লিগ জিতলেও কি ক্লাব ছাড়ার সিদ্ধান্তে অটল থাকবেন এমবাপ্পে? এ প্রসঙ্গে আক্রমণভাগের এই তারকা বললেন, ‘না না না, এই জয়ে ভবিষ্যৎ নিয়ে আমার যে সিদ্ধান্ত সেটির নড়চড় হবে না।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.