সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন


প্রেস বিজ্ঞপ্তি: সৃজন সাংস্কৃতিক পরিষদের উদ্দ্যোগে সংগঠনের নিজ কার্যালয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন ও শিশু কিশোর উৎসব ১৭ ই মার্চ সংগঠনের সভাপতি অভিষেক চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সংগঠন কার্যালয়ে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও কলামিস্ট, সংগঠনের উপদেষ্টা লায়ন এ.কে জাহেদ চৌধুরী, প্রধান বক্তার বক্তব্য রাখেন নিউজ চাটগাঁ পত্রিকার সম্পাদক হারাধন চৌধুরী।
সাধারণ সম্পাদক রক্তিম দে’র সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা আন্না ভট্টাচার্য্য, দীপঙ্কর দাশগুপ্ত, ডাঃ উজ্জল চক্রবর্ত্তী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩২ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ও আজীবন সদস্য তপতী সরকার। আরো উপস্থিত ছিলেন সিনিয়র সদস্য নন্দিতা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক ও দপ্তর, বন্ধুত্ব  ক্রীড়া সম্পাদক (ভারপ্রাপ্ত) ওয়াসিফ রেজা জাওয়াদ, সহ সাংস্কৃতিক সম্পাদক অভি তালুকদার, দপ্তর সাংস্কৃতিক সদস্য সুষ্মিতা চৌধুরী।
সভায় প্রধান অতিথি লায়ন এ.কে.জাহেদ চৌধুরী বলেন, জাতির পিতা বাঙালীর প্রতিটি হৃদয়ের অনুভূতির নাম। বাঙালী জাতির মহান নেতার আদর্শ ধারণ করে নিজেকে গড়ে তুলতে হবে। মুজিব এর অপর নাম বাংলাদেশ।
অনুষ্ঠানের শুরুতে সংগঠন কার্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করা হয়।
বার্তা প্রেরক: তীর্থ দত্ত, প্রচার সম্পাদক, সৃজন সাংস্কৃতিক পরিষদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.